স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় কুষ্ঠ রোগের বর্তমান পরিস্থিতির নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ও সিএসএস এবং লেপ্রসি মিশনের সহযোগিতায় ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম।
উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের চর্ম বিভাগের অধ্যাপক ডা: হার্সিত চক্রবর্তী ও ডা: প্রবীর মুখার্জী।
আরও বক্তব্য রাখেন মেডিকেল কলেজের হাড়জোড়া বিশেষজ্ঞ ডা: মাহমুদুল হাসান, ডা: প্রবীর দাস, ডা: মো:একরামুল হাফিজ ও ডা: ফখরুল আলম, সিএসএস এর প্রজেক্ট অফিসার মো: খালেকুজ্জামান লেপ্রসি মিশনের ডা: জুয়েল রোজারিসহ ৭ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা,মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]