বিশেষ প্রতিবেদক: ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার' এ প্রতিপাদ্য সামনে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের বাস্তবায়ন সহযোগিতায়; বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪। কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে ব্রেকিং দ্য সাইলেন্স, অগ্রগতি সংস্থা এবং আইন ও সালিশ কেন্দ্র সহায়তা সাতক্ষীরায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে হয়েগেল 'কেমন বাংলাদেশ চাই' শীর্ষক আলোচনা সভা। সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর ব্রহ্মরাজপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথক পৃথক ভাবে তিনটি অনুষ্ঠানে অংশ নেয়। 'কেমন বাংলাদেশ চাই' অনুষ্ঠানে ৩০ শিক্ষার্থী শতাধিক জাতীয় ও স্থানীয় বিষয়ে তারা তাদের চিন্তা-মতামতে চায়; দুর্নীতি মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, দরিদ্র মুক্ত, শিশু শ্রম মুক্ত, বৈষম্য মুক্ত, যৌনহয়রানি মুক্ত, সিন্ডিকেট মুক্ত, মাদক মুক্ত, ছাত্র রাজনীতি মুক্ত, শব্দ দূষণ মুক্ত দেশ তারা আরো চায় বাক স্বাধীনতা, নৈতিক শিক্ষা, সমান মর্যাদা, সুবিচার, নিরাপদ সড়ক, কৃষি সমৃদ্ধ, নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, শিল্পায়ন, উন্নত টেকনোলজি, টেকসহ উন্নয়ন, শিশুর নিরাপত্তা, বিবিধ। তাদের সবার চাওয়া দুর্নীতি মুক্ত নির্মল পরিবেশের শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ।
'কেমন বাংলাদেশ চাই' সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান পরাগ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ওন-স্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা ও ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা জেলা ইনচার্জ মো. শরিফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থা মো. আলমগীর, আইন ও সালিশ কেন্দ্রের মো. আজহারুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
'কেমন বাংলাদেশ চাই' শীর্ষক ৩টি আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ধুলিহর ব্রহ্মরাজপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, কারিমা মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মো. আজিজুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]