নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের কাটিয়াস্থ জেলা ওলামা দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সংগঠনের জেলার শাখার সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল-কাফি, যুগ্ম আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবু সাঈদ লাভলু, মাওলানা ফরিদ হোসেন ,হাফেজ মাওলানা মনিরুজ্জামান,শেখ সাইদুজ্জামান,ইলিয়াস হোসেন প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে আলেম ওলামাসহ মাদরাসার শিক্ষার্থীরা অংশ উপস্থিত ছিলেন।
এসময় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]