ওমর ফারুক বিপ্লব : গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বাড়াতে কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে হল রুমে চেয়ারম্যান আলাউদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন বক্তবে বলেন,গ্রাম আদালতের সেবা সম্পকে এখনো সাধারন মানুষের ধারনা কম। যে কারনে তারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারেন তাহলে অনেক ছোটখাটো সমস্যা ইউনিয়ন পর্যায়ে হয়ে যেত।তাই বিষয়টি জনসাধারণের কাছে পৌছাঁনো জরুলি।উক্ত সভায় গ্রাম আদালতের আইন বিধি, ও গ্রাম আদালতের উপরে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।
উক্ত সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা, সকল ইউপি সদস্য, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজ, গ্রাম পুলিশ, নারী নেত্রী সহ গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভাটি সঞ্চালনা করেন অত্র প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]