সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় এ্যালগোটেক এ্যাকোয়া’র মাঠ প্রদর্শনী ও পরিচিতি বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় চিংড়ি চাষ প্রদর্শনী খামার ও প্রশিক্ষণ কেন্দ্র এল্লারচরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিংড়ি চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নূরে আলম।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ ড. এ. বি. এম. করীফ উদ্দিন।
প্রধান আলোচক জেলা মৎস্য কর্মকর্তা মো: আনিছুর রহমান, বিশেষ আলোচক ছিলেন রাজশাহী বায়ো ইনগ্রেডিয়েন্টের সত্ত্বাধীকারী মাহমুদুর রহমান, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রাকৃতিক ভাবে চিংড়ি চাষের উপর আধুনিক এক্সপেরিমেন্ট করার এই প্রক্রিয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি একটি রাশিয়ান প্রযুক্তি। এই পদ্ধতি ব্যবহার করে পাঁচ মাসে কোন সামান্য খাবার দিয়ে চিংড়ি মাছের ওজন ৫০ থেকে ৭০ গ্রাম পর্যন্ত হয়েছে। দেশের মধ্যে প্রথমবার এই পদ্ধতি সাতক্ষীরার শ্যামনগওে একজন চিংড়ি চাষী পরীক্ষমূলক ভাবে এটা শুরু করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]