মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে দিনব্যাপী থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে সাতটায় আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসায় কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালার শুরুতে দারসুল কুরআন পেশ করেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি দায়িত্বশীলদের আদর্শ, দক্ষতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা সেক্রেটারি হাফেজ এমদাদুল হক। তিনি দাওয়াতি কাজের গুরুত্ব ও কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। তিনি দায়িত্বশীল পরিচালনা কাঠামো, সংগঠনের রীতিনীতি ও শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন। সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর শিবিরের অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক আল রাজীব, দাওয়া সম্পাদক হাফেজ শারাফাত হুসাইন লিটিল, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, বিজ্ঞান সম্পাদক ডা. মনিরুল ইসলাম, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, ফাউন্ডেশন সম্পাদক মোঃ মুহিবুল্লাহ ও আইন সম্পাদক আতিক মুজাহিদ প্রমুখ। তারা নিজ নিজ বিভাগের মৌলিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।
কর্মশালায় আলোচনা সেশন ছাড়াও কুইজ প্রতিযোগিতা ও কেইস স্টাডি অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
সবশেষে শহর সভাপতি মুহা. আল মামুনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]