“সুস্থ দেহ, সুন্দর মন—দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহর শাখার অন্তর্গত পৌরপূর্ব থানা শাখা বনাম স্কুল বিভাগ দলের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের উদ্বোধন করেন শহর ছাত্রশিবিরের স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরপূর্ব থানার সভাপতি মোঃ ইমরান হোসেন, স্কুল বিভাগের পরিচালক মোঃ বিল্লাল হোসেন রিপন এবং পৌরপূর্ব সেক্রেটারি জুবায়ের আহমেদ।
নির্ধারিত ৫০ মিনিটের খেলায় দুই দল ১–১ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে স্কুল বিভাগ ৩–১ গোলে পৌরপূর্ব থানা শাখাকে পরাজিত করে সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করে।
মাঠে উপচে পড়া দর্শকের উপস্থিতি খেলায় বাড়তি উৎসাহ ও প্রাণচাঞ্চল্য যোগ করে।
এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চেতনা, শারীরিক-মানসিক বিকাশ ও ইসলামী আদর্শে উজ্জীবিত জীবন গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]