সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে রবি ফসলের চাষাবাদ কৌশলে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনন্সিটিউট-বিনা সাতক্ষীরা উপ-কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (৮ই নভেম্বর) সকালে দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. বাবুল আকতার।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্থান থেকে ৬০জন কৃষক এই প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়ালি য্ক্তু হয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও পরিচালক ড. আব্দুল মালেক।
আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসনীন জাহান, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বিনা সাতক্ষীরার
মশিউর রহমান, নায়েমা আক্তার প্রমুখ।
প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]