সাতক্ষীরায় ৪১ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা' ২০২২-২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ৯ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু। এসময় উপস্থিত ছিলেন কার্য নির্বাহী সদস্য মো. মনিরুজ্জামান কাকন, কার্য নির্বাহী সদস্য ফারহা দীবা খান সাথী, ইকবাল কবির খান বাপ্পী, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ারস এন্ড স্কোরার্স এসোসিয়েশন এর খুলনা বিভাগের সভাপতি আ,ম আখতারুজ্জামান মুকুল, ক্রড়া সংগঠক কাজী খোকন সাবেক সদস্য মো. রাশিদুজ্জামান প্রমুখ।
উদ্বোধনী খেলায় হবিগঞ্জ জেলা দল বনাম নাটোর জেলা দল অংশ নেয় । নির্ধারিত ৫০ ওভারের খেলায় সাতক্ষীরা ভেনুতে চট্রগ্রাম ও কিশোরগঞ্জ জেলা দলসহ ৪ টি দল অংশ গ্রহন করবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলী বাবু।
উক্ত খেলায় আম্পায়ার এর দায়িত্ব পালন করেন মো. রিয়াজুল ইসলাম ও শেখ তৌফিক হাসান তোরাগ। স্কারার এর দায়িত্ব পালন করেন কাজী মো. ফরহাদ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]