জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরা জেলায় জাতীয় পাট দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে (৬ মার্চ) ২০২৫ বেলা ১.৩০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, এ আর এস ,বারির বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো: শিহাব উদ্দীন খাঁন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, ঋশিল্পী হ্যান্ডিক্রাফটস লি: এর প্রোগ্রাম অফিসার মো: নাইমুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, সাধারণ শাখার সহকারী কমিশনার জনাব প্রনয় বিশ্বাস, মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, সদর থানার ওসি অপারেশন সুশান্ত ঘোষ, জেলা কৃষি প্রকৌশলী মো: হারুন বিন হানিফ, নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা: এছমত আরা বেগম, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো: আনিসুর রহমান মল্লিক, জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মো: আশরাফ আলী, ব্যবসায়ী, কৃষকসহ পাট অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সরজিত সরকার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]