আবুল কাসেম: ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম' প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় স্কাউটস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে র্যালি, সদর উপজেলা স্কাউটস এর উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিসি বাংলো সংলগ্ন স্কাউটস ভবন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট স্কুলে শেষ হয়।
পরে কালেক্টরেট স্কুল চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে।
সবশেষ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্কাউটস এর কমিশনার শাহাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় স্কাউটস এর সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্কাউটস-এর কমিশনার আব্দুল মাজেদ, সদর স্কাউটস-এর সেক্রেটারী মনোরঞ্জন মন্ডল, ইউনিট লিডার ইমরান হোসেন, মোবাশ্বের রহমান প্রমুখ।
এসব কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্কাউটস সদস্যরা অংশগ্রহন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]