নিজস্ব প্রতিনিধি: এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংকের বাস্তবায়নে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিসিবি কোর্স মুফাচ্ছিনুল ইসলাম তপু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অফ ব্রাঞ্চ জালাল আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের জুনিয়র অফিসার মোঃ রায়হান হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। ৪ দলীয় ফাইনাল খেলায় নির্ধারিত ৫০ ওভারের খেলায় টসে জিতে ৪৭.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৭ রান অর্জন করতে সক্ষম হয়। জবাবে কারীমা মাধ্যমিক বিদ্যালয় ৪৬.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। খেলায় যুবদাস একাই ৫ উইকেট পায়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসানুল বান্না।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, শাহ আলম হাসান শানু ও ফারুকার রশিদ।
স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ।
কারিমা মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]