শেখ আমিনুর হোসেন: "ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে "জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৫" উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই '২৫) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে বাস টার্মিনালে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার ও স্টান্ড এলাকায় ঘরেফেরা/ঘরমুখো, পথচারী মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইনে যাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) কে এম মাহবুব কবীর।
নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইনে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ।
নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইনে জনগণের ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও প্রেস মিডিয়া ব্যক্তিবর্গ সাধারণ জনগণসহ সাতক্ষীরার সুশীল সমাজ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]