
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা কাবাডি রেফারিজ এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী মতবিনিময় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে জেলা পুলিশ সুপারকে সভাপতি এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে সিনিয়র সহ-সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খান, মো. আবু মুছা গাজী, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফ্ফার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, দপ্তর সম্পাদক শেখ আহম্মদ হোসেন টুটুল এবং সদস্য শেখ আবু সাঈদ, দোলা পারভীন এবং মো. ইউনুছ আলী।
নতুন এই কমিটি জেলার কাবাডি খেলাকে আরও উজ্জ্বল করতে এবং রেফারি কার্যক্রমকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]