সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জোরদারকরণে জেলা পরযায়ে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা ইসলামিক ফাউন্ডেশন, জেলা কার্যালয় মিলনায়তনে বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম,তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় টাইফয়েড টিকাদান বিষয়ক উপস্থাপনা করেন সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইসমত জাহান সুমনা।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ৯ থেকে ১৫ বছর বয়সী শিশুকে এই টিকা দেওয়া হবে। তাই অতি গুরুত্বপূর্ণ এই টিকা দিতে দ্রুত নিবন্ধন করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]