বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ-সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরায় তিন দিনব্যাপী টেলিমেডিসিন সেবা কার্যক্রের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
ঢাকার টেলিমেডিসিন সেবাদাতা প্রতিষ্ঠান হিউম্যান হেলথ হেডলাইন সার্ভিসের সহযোগিতায় স্বদেশ'র বাস্তবায়নে সাতক্ষীরা জেলায় টেলিমেডিসিন সেবা কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য শহরের চালতেতলা খ্রিস্টান মিশনের হলরুমে ১৮-২০ ফেব্রুয়ারি ২০২৩ তিন দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন উর রশীদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল। সভাপতিত্ব করেন স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দাস। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন হিউম্যান হেলথ হেডলাইন সার্ভিসের প্রশিক্ষণ শাহ জামাল শিমুল । অনুষ্ঠান পরিচালনা করেন সাব এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান । এ সময় উপস্থিত ছিলেন স্বদেশের প্রকার অফিসার আজহারুল ইসলাম, হিসাব বিভাগের প্রধান মাহাফুজুর রহমান বিপুল।
তিন দিনব্যাপী টেলিমেডিসিন প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার তালা, কলারোয়া, কালিগঞ্জ ও সদর উপজেলার ৩০ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]