সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার কমিউনিটি ক্লিনিকে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় ১২৫৩ জন নারী ও পুরুষের ডায়াবেটিস এবং ৩৭৭ জনকে উচ্চ রক্তচাপ নির্ণয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ দাতা ও বাস্তবায়কারি সংস্থার বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আটশতবিঘা কমিউনিটি ক্লিনিক, শোশাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, কাঠমহল কমিউনিটি ক্লিনিক, সুবর্ণাবাদ কমিউনিটি ক্লিনিক, নাংলা কমিউনিটি ক্লিনিকের আওতায় ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ সনাক্ত করন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]