শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা):
মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষে সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বিশেষত মেরুদণ্ড, হাড়-জয়েন্টের ব্যথা এবং গাইনি সমস্যায় ভুগতে থাকা রোগীদের জন্য এই সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সাতক্ষীরার মাটি ও মানুষের সন্তান ডা. মাহমুদুল হাসান পলাশ, যিনি এই উদ্যোগের মূল কারিগর, জানান যে, তিনি ছোটবেলা থেকেই তার এলাকার মানুষের দুঃখ-কষ্ট দেখেছেন এবং প্রত্যক্ষ করেছেন কিভাবে অর্থের অভাবে অনেকেই উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তার শৈশবের স্বপ্ন ছিল, একদিন তিনি বড় চিকিৎসক হয়ে সাতক্ষীরার মানুষের জন্য কিছু করবেন, যাতে আর কেউ অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যায় বা পঙ্গুত্ববরণ না করে।
ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন, “স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি। আমাদের দেশে এখনও অনেক মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। বিশেষ করে সাতক্ষীরা জেলা রাজধানী থেকে দূরে হওয়ায় উন্নত চিকিৎসা সেবা পেতে অনেকেই বঞ্চিত হন। তাই আমাদের এই আয়োজন, যাতে গরিব, অসহায় ও দুস্থ মানুষরা চিকিৎসা থেকে বঞ্চিত না হন।”
এতে উপস্থিত ছিলেন ডা. মাহমুদুল হাসান পলাশ নিজেই, যিনি রোগীদের সেবা দিয়েছেন, রোগ নির্ণয় করেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেছেন। দীর্ঘদিন ধরে মেরুদণ্ড ও হাড়-জয়েন্টের সমস্যায় ভুগতে থাকা রোগীদের জন্য তার এই সেবা আশীর্বাদ হয়ে উঠেছে। এছাড়া, নারী রোগীদের জন্য গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মানছুরা ইয়াসমিন সম্পা বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। গর্ভকালীন জটিলতা, প্রসূতি সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য গাইনি সমস্যায় আক্রান্ত অনেক রোগী এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। আসিফুর রহমান, যিনি দীর্ঘদিন ধরে কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন, তিনি বলেন, “আমি কখনো ভাবিনি এত সহজে ভালো মানের চিকিৎসা পাব। ডা. মাহমুদুল হাসান পলাশের পরামর্শ ও চিকিৎসা পেয়ে আমি সত্যিই উপকৃত হয়েছি।”
ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন, “রমজান মাস আমাদের কাছে সংযমের মাস, দানশীলতার মাস। আর স্বাধীনতা দিবস আমাদের শিখিয়েছে মুক্তি ও মানবতার কথা। আমি মনে করি, আজকের দিনে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারা আমার জন্য সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর আমরা সেই অধিকার নিশ্চিত করতে সবসময় গরিব-অসহায় মানুষের পাশে থাকব।”
সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে তারা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের সংখ্যা বাড়াবে, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]