মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্থ
অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারে সম্মিলিত উদ্যোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে শহরের খড়িবিলা মোজাফফার গার্ডেনস্থ কনফারেন্স রুমে বেসরকারি এনজিও সংস্থা ডিআরআরএ এর আয়োজনে
সংগঠনের এক্সিকিউটিভ ডাইরেক্টর ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য
নৌ-কমান্ডো ০০০১ মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধুর কারণে বাঙালীরা বিশ্ব দরবারে পরিচিত ও সম্মানিত হয়েছেন এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্থ অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারে আমাদের।সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে।
বর্তমানে মেয়েরা আর পিছিয়ে নেই। আমাদের জনসংখ্যা এখন অভিশাপ নয়। জনসংখ্যা এখন আমাদের আশির্বাদ। তিনি শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদ, ভাষা শহিদসহ শোকের মাসের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বেসরকারি এনজিও সংস্থা ডিআরআরএ ও এর উদ্যোগকে স্বাগত জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা উপজেলা
নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, বাংলাদেশ মালালা ফান্ড কান্ট্রি রিপ্রেজেটিভ মোশারফ তানসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়রা তানজিন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রিন্ট ও উলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]