সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানী ও সাইবার অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কহিনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো: শরিফুল ইসলাম ও ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা ইনচার্জ মো. শরিফুল ইসলাম। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার, সিনিয়র শিক্ষক মো: হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, খালেদা খাতুন, আসমাতারা জাহান, শিক্ষার্থী জয়নব তাসনিম মৌ ও তাহিরা আক্তার মিম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানী ও সাইবার অপরাধ প্রতিরোধে কাউন্সিলিং কমিটির কার্যক্রম মনিটরিং করেন এবং সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহŸান জানিয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানী ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]