নিজস্ব প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, রমেশ সরদার, সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, আকলিমা খাতুন প্রমুখ।
ডিবি ইউনাইটেড হাইস্কুলের মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, ১ মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মোহসিন উদ্দীন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]