নিজস্ব প্রতিনিধি: ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি স ম নুরুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও সাহিত্যিক ডা. মো. আব্দুল ওহাব আজাদ, সাতক্ষীরা সিটি কলেজের সহকারি অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, ডি.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, ইউনাইটেড হাইস্কুলের অভিভাবক সদস্য মো. আব্দুর রশিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, সাবেক ওয়ারেন্ট অফিসার শুকুর আলী, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য নুরুল ইসলাম বাবু, ডা. মো. জিয়াউর রহমান, জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।
এ সময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]