সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ’র উদ্যোগে ‘তথ্য ও প্রযুক্তি ই-কমার্স প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর, ২০২২ সোমবার সকাল ১১টায় শহরের কাটিয়া আমতলাস্থ স্বদেশ’র হলরুমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের প্রোগ্রামার (অ: দা:) মো: শরিফুল ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ভোলানাথ বড়ুয়া।
সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমানের উপস্থাপনায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের শুরুতে প্রধান অতিথি উপ-সচিব মোঃ সাখাওয়াৎ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা স্বাগত জানান প্রশিক্ষণার্থী তামান্না বুশরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদর, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাাদক জ্যোসনা দত্ত, স্বদেশ’র প্রোগ্রাম অফিসার গোবিন্দ মুন্ডা, হিসাব বিভাগের প্রধান মাহাফুজুর রহমান বিপুল, প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কেয়া পারভিন, রুমা পারভিন, পাপিয়া সুলতানা, টুম্পা মন্ডল, নুর নাহার, সরগরিকা খাতুন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]