জি.এম আবুল হোসাইন : উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরায় ২৯ জানুয়ারি বুধবার সকাল ৯টায় তারুণ্যের মেলা উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে সাইকেল র্যালি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তারুণ্যের মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
তারুণ্যের মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোছা. সাজেদা হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের মো. আজারুল ইসলাম প্রমুখ।
এরপর সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে চাইল্ড পার্লামেন্ট সভা অনুষ্ঠিত হয়। চাইল্ড পার্লামেন্টে সাতক্ষীরা সদরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর বিভিন্ন ইউনিয়নের শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। চাইল্ড পার্লামেন্ট প্রোগ্রামে সহযোগিতা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প।
এসময় চাইল্ড পার্লামেন্ট এর সদস্যরা বাল্যবিবাহ, যৌন নির্যাতন, শিশুশ্রম, শিক্ষা, শিক্ষা ও সুরক্ষা, চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠান, আইসিটি, শিশু সুরক্ষা, শিশু নির্যাতন , বাসস্থান এবং জলবায়ু সহ নানা বিষয়ে শিশুরা অতিথিদের সামনে তুলে ধরেন। চাইল্ড পার্লামেন্ট সদস্য হুমায়রা তাবাসসুম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতির সম্মুখীন আমরা হই এ সকল ক্ষতির স্থায়ী সমাধান চাই। অর্পিতা দাস আলিপুর ইউনিয়নের কায়পুত্র সম্প্রদায়ের স্থায়ী বসবাস নিয়ে আলোচনা করেন। এ সম্প্রদায়ের স্থায়ী কোন বসবাসের জায়গা নাই। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন রেহেনুমান তাসনিম তিথি। চাইল্ড পার্লামেন্টের সভা সঞ্চালনা করেন, সুদীপ্ত ও তৌহিদা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]