সারা দেশের মতো অব্যাহত তাপদাহে হাঁপিয়ে উঠেছে সাতক্ষীরার মানুষ। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী, রিকশাচালক, সাধারণ শ্রমিকসহ পথচারীরা পড়েছেন চরম বিপাকে।
তীব্র গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সঙ্গে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় হিট স্ট্রোক প্রতিরোধ করণীয় লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে ইয়ুথ এ্যাডাপটেসন ফোরামের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম খলিল, কর্ণ বিশ্বাস কেডি, আবু তাহের, মোকাররম বিলাহ, অর্নব মন্ডল, লাবনী মজুদার, বাবলী আক্তার, শেখ হাবিব, মাসুদ রানা, নির্মল মন্ডল, হোসেন আলী প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]