সাতক্ষীরায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী কৃষকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার সকাল ১০ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা জোনের প্রকল্প মনিটরিং অফিসার এইচ এম জাহাঙ্গীর আলম, বিএডিসির উপ- পরিচালক (বীউ) মনোয়ার হোসেন খান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার অতিরিক্ত উপ- পরিচালক (উদ্যান) কৃঞ্চরানী সরকার, অতিরিক্ত উপ- পরিচালক( শষ্য) ইকবাল আহমেদ ,বীনা'র সিনিয়র সাইন্টিফিক অফিসার বাবুল আক্তার।
অনুষ্ঠানে জেলায় শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী কৃষক হিসেবে ১ম পুরস্কার গ্রহন করেন কলারোয়া উপজেলার কৃষক শাহাজান মোড়ল, দ্বিতীয় পুরস্কার তালা উপজেলার কৃষক রফিকুল ইসলাম ও তৃতীয় পুরস্কার পেয়েছেন কলারোয়া উপজেলার রোকনুজ্জামানসহ ৩ জন কৃষক।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শওকত ওসমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]