সাতক্ষীরায় দুই মাসে হারানো, চুরি হওয়া মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল'র মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৩ মার্চ বেলা ১২ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেটে আনুষ্ঠানিক ভাবে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে উদ্ধার হওয়া ১৬৮টি মোবাইল ফোন ও নগদ ২ লক্ষ ৩১ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তাতর করেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এ সময় তিনি বলেন, পুলিশ সব সময়ে মানুষের জানমাল রক্ষার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। জেলার ৮টি থানা থেকে ১৯৫টি আবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন'র মাধ্যমে ১৬৮টি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ২০ হাজার টাকা এ ছাড়া বিকাশ মাধ্যমে খোয়া যাওয়া নগদ ২লক্ষ ৩১ হাজার টাকা মূল মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। এর মধ্যেমে পুলিশ সাধারণ মানুষের কাছে একটি উল্লেখযোগ্য অবদান রেখেছে।
একটি মোবাইল উদ্ধার করতে পুলিশকে নিরলস পরিশ্রম করতে হয়। জনগণকে সেবা দেওয়াই আমাদের
উদ্দেশ্য। এ সময় সকলকে জিনিসপত্র সম্পদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজিব খান, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন'র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অব অপস্) আতিকুল ইসলাম, জেলা পুলিশের ডিআইও ওয়ান মো. ইয়াসিন আলম চৌধুরী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন'র ইনচার্জ ওহিদুল ইসলাম প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]