“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” স্লোগানে খুলনা বিভাগের ২০ টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘের সমাবেশ ও দুর্নীতির বিরুদ্ধে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগের পরিচালক মোঃ মঞ্জুর মোরশেদ' র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।
এসময় তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সততা স্টোর’র মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় পণ্য নিচ্ছে, টাকা দিচ্ছে। সততা স্টোরে কোন বিক্রেতা নেই। শিক্ষা জীবনে যদি এভাবে তারা সততার চর্চা করে তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালনে তারা সততা থেকে এক চুলও বিচ্যুতি হবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আতিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, আব্দুর রব ওয়ার্ছী, শেখ তৌহিদুর রহমান ডাবলু, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]