নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর তৃতীয় দিনে অংশ নিলো সদরের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান।
শনিবার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় তৃতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য প্রাবন্ধিক প্রভাষক আব্দুল ওহাব আজাদ, অধ্যক্ষ রেজাউল করিম, মো. শাহাবুদ্দীন, সাকিবুর রহমান প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিসিক খুলনা জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক গোলাম সাকলাইন কাফী, জেলা শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার আ.ন.ম নাজমূলউলা ও জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. সহিদুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]