ব্যাপক জাক জমকপূর্নভাবে সাতক্ষীরায় দৈনিক খুলনা পত্রিকার তৃতীয় পছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় শহরের লেকভিউতে আলোচনা সভায় দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম এর সভাপতিত্বে ও দৈনিক খুলনা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. আবু সাইদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়ারেশ খান চৌধুরী, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, জেলা পুলিশং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা আনসার ভিডিপির সহকারী এডজুট্যান্ট মো. কামরুজ্জামান, আরা এনজিওর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কাশেম, জেলা সুজনের সাংগঠনিক এডভোকেট এবি এম সেলিম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম পারভেজ, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, বরসা এনজিওর সহকারী পরিচালক নাজমুল আলম মুন্না, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হোসেন। এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের লেখনীর সমাজে পিছিয়ে পড়া উন্নয়ন ঘটে।
অনিয়ম দূর্নীতির চিত্র তুলে দূর্নীতি প্রতিরোধে সাংবাদিক সমাজ ভূমিকা রেখে যাচ্ছে। তারা আরোও বলেন দৈনিক খুলনা সরকারের উন্নয়নমূলক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার পাশাপাশি অনিয়ম দূর্নীতি সংবাদ প্রকাশ করে থাকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]