প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৩, ২:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এক কিশোর নিহত, আহত ২
সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টা দিকে সাতক্ষীরা শহরের অদূরে ঋশিল্পীর সামনে সাতক্ষীরা- খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম হাফেজ জুবায়ের হোসেন(১৬)। সে সাতক্ষীরা শহরের ইটাগাছা দক্ষিণপাড়া এলাকার শেখ মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, হাফেজ জুবায়ের হোসেন মোটর সাইকেলে নিয়ে সাতক্ষীরা শহর থেকে বিনেরপোতার দিকে যাচ্ছিল। পতিমধ্যে বেলা ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের ঋশিল্পীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাফেজ জুবায়ের হোসেন নিহত হয়। অপার মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। তাদের একজনকে শহরের সিবি হাসপাতালে এবং অপারজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল