এক মাস সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ। ঈদুল ফিতর প্রতি ঘরে ঘরে এনেছে খুশির বারতা। সারাদেশের মত সাতক্ষীরার বিভিন্ন ঈদগাহ আর মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন সব শ্রেণি, পেশা আর বয়সের মানুষ ।
শনিবার সকাল সাড়ে ৮টায় মুনজিতপুস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মো: জালালউদ্দিন।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। ‘বালা মুসিবত’ থেকে সুরক্ষা চাওয়া হয় আল্লাহর কাছে।
সারা বিশ্বের মুসলিমদের শান্তি কামনার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে তাদের জন্যও আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়।
ইমামের বয়ান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশে প্রচন্ড তাপদহ মানব সৃষ্ট পরিবেশ বিপর্যয় বৈরী আবহাওয়ার কারণ উল্লেখ করেন ও সকলকে ১০ টি করে গাছ লাগানোর কথা বলেন এবং যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী, সদর থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ কেন্দ্রীয় ঈদগা কমিটির সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক বকুল, মাওলানা আফসার উদ্দিন প্রমুখ
একই স্থানে সকাল ৮.৩০টায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]