আগামী ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সাতক্ষীরা র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৬)।
ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সাতক্ষীরায় র্যাপিড এ্যাকশান বাটালিয়ন (র্যাব-৬) পক্ষ থেকে জিরো টলারেন্স নীতিতে বিশেষ তল্লাশি ও টহল শুরু করা হয়েছে।
খুলনা র্যাব- ৬ এর সাতক্ষীরা অফিসের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পরিচালক মোঃ জিয়াউল ইসলামের নেতৃত্বে সোমবার (২৩ মার্চ) বিকেলে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের আলীপুর নামকস্থানে এ তল্লাশি অভিযান শুরু হয়েছে।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মোঃ জিয়াউল ইসলাম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৭ মার্চ শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজা দিতে আসছেন।
এ জন্য তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শ্যামনগরে তিনটি ও সাতক্ষীরা সদরে একটি টিম চব্বিশ ঘণ্টা বিশেষ অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা আলীপুরে প্রতিটি গাড়িতে চেকিং করেন।
র্যাব- ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মোঃ জিয়াউল ইসলাম তাদের অভিযানে প্রমান করে দিয়েছেন আইনের দৃষ্টিতে সবাই সমান। সাংবাদিক, রাজনৈতিক বা আমলা সবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে সহযোগিতা করা উচিত। এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন। সাতক্ষীরার সর্বস্তরের জনগণের র্যাব বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]