বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রয়াত সাংবাদিক আনিসুর রহিমকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ

ফারুক রহমান, সাতক্ষীরা: শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় সাতক্ষীরায় নাগরিক নেতা, সাহসী সাংবাদিকতার প্রতিকৃৎ আনিসুর রহিমে স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, প্রামাণ্য চিত্র প্রদর্শন, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ আশরাফ ভবন প্রাঙ্গণে স্থাপিত আনিসুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এদিকে, আনিসুর রহিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল ও প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও মরহুমের পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শ্রদ্ধা জ্ঞাপন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, দৈনিক পত্রদূতের সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন।

বাসদের সমন্বয়ক নিত্যনন্দ সরকার, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শেখ আহসানুর রহমান রাজিব, সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, এমএসএফ এর সাধারণ সম্পাদক অ্যাড. মনির উদ্দীন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নারী নেত্রী জেৎস্না দত্ত, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সচিব আবদুস সামাদ, ল’ স্টুডেন্ট ফোরামের সালাউদ্দীন রানা, শ্রমিক নেতা রবিউল ইসলাম, কাজী মহব্বত হোসেন প্রমুখ।

পরে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে আনিসুর রহিমের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় বক্তব্য রাখেন আনিসুর রহিমের সহধর্মিনী সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা, অভিভাবক আব্দুস সামাদ, শিশু শিক্ষার্থী সারিকা সায়নী প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আহমেদুর রহিম।

পরে শহরের কামালনগর সরকারি কবরস্থানে গিয়ে মরহুমের কবর জিয়ারত করেন স্কুলের শিক্ষার্থী শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আনিসুর রহিম মহান মুক্তিযুদ্ধে তৎকালীন পূর্বপাকিস্থান ছাত্র ইউনিয়নের একজন কর্মী হিসেবে বরগুনা অ লে অসীম সাহসিকতার সাথে বিভিন্ন অভিযান পরিচালনা করে কিংবদন্তী হয়ে থাকলেও তিনি মুক্তিযুদ্ধের সনদ গ্রহণ করেননি। যশোর এমএম কলেজের ছাত্র থাকা অবস্থায় ১৯৭৩ সালে তিনি সাপ্তাহিক একতার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আশির দশকের শুরুর দিকে তিনি সাতক্ষীরায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং এক দশকের অধিককাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সাতক্ষীরা মহিলা কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও কলেজ সরকারি হওয়ার পর তিনি চাকুরী ছেড়ে দিয়ে বিভিন্ন বেসরকারি কলেজে শিক্ষক ও অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে তার প্রতিষ্ঠিত দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকার মাধ্যমে সাতক্ষীরায় সাহসী সাংবাদিকতার এক নবযাত্রা শুরু হয়। অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ঘুষ দুর্নীতি চোরাকারবারী গডফাদারদের বিরুদ্ধে সাহসী লেখনীর কারণে তিনি বেশ কয়েকবার হামলা ও হত্যা প্রচেষ্টার শিকার হন। পরবর্তীতে চরম অর্থ সংকটের মুখে দৈনিক সাতক্ষীরা চিত্রের প্রকাশনা বন্ধ হয়ে গেলে তিনি দৈনিক পত্রদূত এর সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক ছিলেন। সাতক্ষীরার সাহসী সাংবাদিকতার পথিকৃৎ হয়ে ওঠা মোঃ আনিসুর রহিম ২০২৩ সালের ৩ জানুয়ারি সুন্দরবন ভ্রমণরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একই রকম সংবাদ সমূহ

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো বাড়লো

সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন

সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেবিস্তারিত পড়ুন

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয়বিস্তারিত পড়ুন

  • জাকসুতে নির্বাচন বর্জন করলো ছাত্রদল
  • মানুষের কাছের মানুষ কলারোয়ার মানবিক ইউএনও জহুরুল ইসলাম
  • সাতক্ষীরার ফিংড়ীতে জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে
  • সাতক্ষীরায় ঘেরের আইলে সবজি চাষে নতুন সম্ভাবনা
  • বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো : ছাত্রদলের আবিদ
  • ডাকসু নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম
  • আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
  • হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়বে না সময়
  • ১০ ভোটও পাননি ২১ ভিপি প্রার্থী, যে যত ভোট পেলেন
  • ডাকসু নির্বাচনে জয়ী হলেন যারা
  • ঢাবির ইতিহাসে প্রথম ডাকসু নির্বাচনে জয়ী স্বামী-স্ত্রী