সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাবেশ করেছে জেলা যুবদল।
সাতক্ষীরা জেলা যুবদলের ব্যানারে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট-সঙ্গিতা হলের মাঝামাঝি স্থানে মেইন রোডের পাশে ওই সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান এবং আইনুল ইসলাম নান্টা বক্তব্য রাখেন।
সমাবেশে তারিকুল হাসান বলেন, 'আইনুল ইসলাম নান্টার দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলামকে অভিনন্দন জানাই।'
তিনি আরো বলেন, 'অচিরেই বিএনপির যুগপৎ আন্দোলন বেগবান হবে ইনশাল্লাহ। বিগত সতেরোটি বছর এই সরকার জগদ্দল পাথরের মত সাধারণ মানুষের উপর চেঁপে বসে আছে। সমগ্র দেশকে কারাগারে রূপান্তরিত করেছে। দেশে আইনের শাসন নাই, মানুষ তার ভোট দিতে পারে না। বাক স্বাধীনতা হরণ করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এই অন্যায় অত্যাচারের একদিন অবসান হবে ইনশাল্লাহ, সেই দিন বেশি দূরে নয়। রাত যত গভীর হয়, সকাল তত আগত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হবে না ইনশাআল্লাহ।'
সমাবেশকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ ও ডিবির সদস্যদের তৎপর থাকতে দেখা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]