
প্রেস বিজ্ঞপ্তি: স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।" এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ২০২৫ বিকাল ৪টায় সাতক্ষীরার আগরদাড়ি কুখরালী পুর্ব পাড়া ও পশ্চিম পাড়া গ্রামে নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ক তৃণমূল পর্যায়ে নারীরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার, নারীর অধিকার ও এলাকার বর্তমান মানবাধিকার শিশু বিবাহ প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি টোল নম্বরের ব্যবহার সহ জেলা লিগ্যাল এইডের সহায়তা গ্রহন এবং স্বদেশ সংস্থা পরিচালিত বিনামুল্যে আইন সহায়তার সুযোগ নিতে সকলের অনুরোধ করা সহ ব্যপক প্রচারনার সিদ্ধান্ত গৃহিত হয়।
আলোচনা শেষে এলাকাতে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ ও আইনগত সহায়তা গ্রহণ করার সিদ্ধান্ত হয়। সভপতিত্ব করেন ময়না খাতুন ও রেহানা খাতুন।
২টি উঠান বৈঠকে প্রায় ৩২ জন নারী অংশ গ্রহণ করে এছাড়া সার্বক্ষনিক আইন সহায়তার জন্য ০১৩৩৯৬২৬৮৮৪ নম্বরে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা ও সহযোগীতায় ছিলেন স্বদেশ সংস্থার নাগরিকতা প্রকল্পের পি ও মোঃ আজাহারুল ইসলাম ও পারালিগাল মোঃ শরিফুল ইসলাম ও প্রসেনজিত দে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]