নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়নে জেলা এন সি টি এফ এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এন সি টি এফ) এর আয়োজনে মঙ্গলবার (৪ জুলা সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শেখ মিফতাহুল জান্নাত'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।
এমসয় উপস্থিত ছিলেন মহিলা বিষয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা, ওসিসির প্রোজেক্ট অফিসার আব্দুল হাই সিদ্দিক, শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ শরিফুল ইসলাম, অগ্রগতি সংস্থার প্রজেক্ট অফিসার আল মামুন এ্যাড. সাকিবুর রহমান,এনসিটিএফ সাতক্ষীরা জেলা কমিটির, সাধারণ সম্পাদক তৌফিক হোসেইন, শিশু গবেষক শাহরিয়ার সুলতানা,সানজানা রহমান নিশি, শিশু সাংবাদিক মুশফিকুর রহমান, চাইল পার্লামেন্ট সদস্য তির্যক কুমার মন্ডল, সাদিয়া আফরিন জুই, নাহারুমা শাহাতাজ সৌমীসহ এনসিটিএফ কমিটির সাধারণ সদস্যবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইয়ুথ মেন্টর গ্রুপ সাতক্ষীরা জেলার সদস্য মাসুদ রানা, সাকিব, শিমুল হোসেন, শিহাব সিদ্দিকী, রুবিনা খাতুন, নাফিস মোক্তাদী নাঈম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন এনসিটিএফ সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি হৃদয় মন্ডল
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]