মো. মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরায় আওয়ামীলীগের নির্বাচনী ভার্চুয়াল জনসভায় দেশ ও জাতির কল্যাণে বর্তমান সরকারের ধারাবাহিকতার উপর গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল নির্বাচনী ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরার ৩টি সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী সাতক্ষীরা-১ আসনের ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা-৩ আসনের অধ্যাপক আ.ফ.ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনের আতাউল হক দোলন।
এসময় সাতক্ষীরা সদর আসন থেকে নৌকার মনোনীত প্রার্থী মো.আসাদুজ্জামান বাবুর প্রার্থীতা জোটগত কারণে প্রত্যাহারের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম।
সেখানে বক্তৃতায় নজরুল ইসলাম উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে বলে জানান। পদ্মা সেতু তৈরীতে জেলাবাসীর সুবিধা তুলে ধরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাতক্ষীরা থেকে নাভারন সড়ককে চার লেনে রূপান্তর, সাতক্ষীরা থেকে খুলনা মহাসড়কের উন্নয়ন, কৃষি ব্যবস্থা, ক্রীড়া কমপ্লেক্স, অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বসন্তপুর নৌ-বন্দর অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে নাভারন থেকে মুন্সিগঞ্জ রেললাইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখেন। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংগীত পরিবেশন করেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না।
জনসভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ একেএম ফজলুল হক, সাতক্ষীরা-২ আসনে নৌকার মনোনয়ন পাওয়ার পর দলীয় সিদ্ধান্তে প্রত্যাহারকৃত প্রার্থী মো.আসাদুজ্জামান বাবুসহ দলটির জেলা, ৭টি উপজেলা ও বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]