সাতক্ষীরা শহরের রসুলপুর পশ্চিম পাড়ার একটি পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। পোল্ট্রি মুরগির বিষ্ঠা প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ করছেন ভুক্তভোগী মোঃ আজমল হোসেন লিপু।
ঘটনাসূত্রে জানাযায়, সাতক্ষীরা সদর উপজেলার পৌর ৯ নাম্বার ওয়ার্ড রসুলপুর পশ্চিম পাড়ার মোঃ আজিজুল ইসলামের ছেলে আজমল হোসেন লিপুর পুকুরে বৃস্পতিবার সকালে সিলভারকার্প, কাতলা, রুইসহ প্রায় ১০ প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে ওঠে। স্থানীয়রা ধারণা করছে পুকুরের পানিতে কিটনাশক জাতীয় কোনো পদার্থ দুর্বৃত্তরা মিশিয়ে দিয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী আজমল হোসেন লিপু বলেন, সকালে প্রতিবেশীরা খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভাসতেছে। পুকুরে প্রায় ১ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এর মধ্যে বিক্রি উপযোগী মাছ ও ছিল। রসুলপুর গ্রামের মোঃ মুনসুরের ছেলে মোঃ মনিরুলের বাড়িতে মুরগির খামার রয়েছে। আমার পুকুরে পাড়ে একটি গর্তে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ফেলে ছিলো সম্প্রতি কিছুদিন আগে বৃষ্টিতে সেই বিষ্ঠার পানি ছাপাইয়া পুকুরে পতিতো তাতে পানি বিষাক্ত হয়ে মাছ মারা যায়। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না। তাছাড়া মনিরুলের সাথে আমার পূর্ব শত্রুতা ছিলো তার জের ধরে এগুলো করেছে।
এ বিষয়ে মনিরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তিন মাস আগে পোল্ট্রি মুরগির বিষ্ঠা ফেলেছিলাম কিন্তু তাতে তো মাছ মরে যাবার কথা না । আমি এ বিষয়ে কিছু জানিনা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]