সাতক্ষীরায় একটি পুকুর থেকে তারামন বিবি (৬৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সাতক্ষীরা সদর ধুলিহর ইউনিয়নের জেয়ালা গ্রামে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তারামন বিবির নাতি মোঃ মিলন হোসেন বলেন, 'আমার দাদী (তারামান বিবি) প্রতিদিন সকালে পুকুরে কাপড় ধোয়ার জন্য যেতেন। সকালেও তিনি পুকুরে গিয়ে আর বাসায় ফেরেননি। হঠাৎ আব্বু ও আম্মুর চিৎকারে পুকুরের ঘাটে যাই এবং পুকুরের পাড়ের কাছে থাকা বালতি ও কাপড় দেখতে পাই। হয়ত ঘাট থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে আর উঠতে পারেননি'।
মরদেহটি পাড়ে নিয়ে আসা তার নিজ ছেলে পুত্রবধু আয়েশা বলেন "পুকুরের মধ্যে মনে হয় মা পানিতে ভাসছে। পরে পুকুরে নেমে আমি ও আমার স্বামী মরদেহটি পুকুরের পাশে নিয়ে আসি। পরে গ্রাম্য ডাক্তার গৈয়রপদ ঢালিকে খবর দিয়ে বাসায় আনলে পরীক্ষা নিরক্ষার মাধ্যমে মৃত ঘোষণা করেন"। এরপরে দুপুর ২.৩০ মিনিটে নিজ বাড়িতে নামাজে জানাজার শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]