আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শো-রুমের পুনঃনির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সাতক্ষীরা সদর সার্কেল অফিস সংলগ্ন নবনির্মিত শো-রুমের উদ্বোধন করেন পুনাক সাতক্ষীরার সভানেত্রী ডা. রোকেয়া আকখার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, পুনাকের সহসভাপতি উম্মে হানি বিনতে কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]