আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা পিটিআই মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস সাতক্ষীরা সদরের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ইজ্ঞিনিয়ার শামস ইসতিয়াক শোভন ও কোহিনূর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় বালক দলে পদ্মশাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অন্যদিকে বালিকা দলে বৈকারী দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে পদ্মশাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন আবুল আনাম ফরহাদ, মো.হারুন খান, মো. বাবুর আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে দেশ থেকে ফুটবল হারিয়ে যেতে বসেছিল। প্রধানমন্ত্রী অনুধাবন করেই সারা দেশে এই খেলা চালু করেছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]