সাতক্ষীরায় যত্রিবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের এক শিশু যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর জখম হয়েছে আরো ছয়জন।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা- আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুর নাম মুস্তাকিম হোসেন (২)। তার মায়ের নাম শাপলা খাতুন। আহত শাপলা খাতুন আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের গফফর শেখের মেয়ে।
অপর আহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা থানাধীন রাড়ালক্ষ্মি গ্রামের ইব্রাহীম গাজীর ছেলে হযরত আলী গাজী। একই উপজেলার লক্ষীখোলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে ফাতেমা খাতুন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের গফফার শেখের স্ত্রী নাজমা খাতুন, একই উপজেলার দরগাহপুর গ্রামের রজব আলী সরদারের ছেলে ইজিবাইক চালক মোজাম্মেল সরদার ও সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী সরদার।
প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক আশাশুনি উপজেলার শ্বেতপুর গ্রামের বাবুরালী গাজী জানান, উপজেলার দরগাহপুর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পৌঁছালে সাতক্ষীরাগামি একটি যাত্রীবাহী বাস (বরিশাল-ব-১১-০০০১) একটি আলম সাধুকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের পিছনে ধাক্কা মারে। এতে ইজিবাইকটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী শিশু মোস্তাকিম হোসেন (২) মারা যায়। এ সময় আহত হয় ইজিবাইক চালকসহ ছয় যাত্রী। চালক বাসটি রেখে পালিয়ে যায়। সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, নিহত শিশু মোস্তাকিমের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]