নিজস্ব প্রতিনিধি: জাতীয়বাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) শহরের ইটাগাছা মোড় হতে জেলা বিএনপির আয়োজনে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
নিউমার্কেট চত্বরে র্যালি পরবর্তী সমাবেশে জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ কাজী আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, ড. মনিরুজ্জামান, তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি রাজনীতি করে উন্নয়নের জন্য। জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক দল গঠন করেছিলেন। কেউ কেউ মনে করেছিলো বিএনপি শেষ কিন্তু আজ বিএনপি বাংলাদেশের একক দল।
এসময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক জেতাতে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]