সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন
চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকালে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে রোটারী ক্লাব অব রয়েল
সাতক্ষীরা’র আয়োজনে এবং রোটারী ক্লাব অব ঢাকা কাওরান বাজার, রোটারী ক্লাব অব ঢাকা ডাইনামিক, রোটারী ক্লাব অব অ্যালট্রুইস ঢাকা রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮১ বাংলাদেশ এর সহযোগিতায় সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত এ চক্ষু
চিকিৎসা ক্যাম্পে ৮৫০ জন চক্ষু রোগী সেবা গ্রহণ করে। এদের মধ্যে ২০০ জন অপারেশন উপযোগি চক্ষু রোগীকে বাছাই করে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেয়া হবে। অপর সকল চক্ষু রোগীদেরকে চশমা, ঔষধ ও
ব্যবস্থাপত্র দেয়া হয়। চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. হাসিবুল ইসলাম ও ডা. বৃন্তা সাহাসহ ১২ জনের একটি টিম।
ভার্চুয়ালি সংযুক্ত হয়ে রোটারী ক্লাব অব অ্যালট্রুইস ঢাকা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু জানান, যেহেতু চক্ষু রোগী অনেক বেশি। সেহেতু আবারও খুব শীঘ্রই চক্ষু ক্যাম্প করা হবে অসহায় মানুষের সেবা দিতে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা
নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, ক্লাব চ্যাটার্ড প্রেসিডেন্ট রোটাঃ মো. ফারুকুল ইসলাম, ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ আসাদুজ্জামান আসাদ, রোটাঃ পিপি আবু মুসা, রোটাঃ পিপি কামরুজ্জামান বুলু, ক্লাব সেক্রেটারী আব্দুস সোবহান, রোটাঃ তানভির আহমেদ মুন্না, চেয়ারম্যান
মো. সাইফুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অব রয়েল প্রেসিডেন্ট সোহানুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট মুজাহিদুল ইসলাম, সেক্রেটারী শেখ হাবিবুর রহমান, আতিকুজ্জামান আপন, রাশিদুল ইসলাম, এনামুল ইসলাম, তাসনিম ফেরদৌস,
আকন, মহফুজার রহমান, তৈয়েব হাসানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন চোখের ছানি অপারেশন ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা আয়োজকদেরকে ধন্যবাদ জানান এবং দোয়া করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]