প্রেস বিজ্ঞপ্তি: ১১ আগষ্ট ২০২৫ সোমবার সকাল ১০.০০টা হতে বুধহাটা শিব-কালি মন্দিরে স্বদেশ সংস্থার উদ্যোগে এবং সেবামুলক সংস্থা সাইট সেভার্স এর সহযোগীতায় খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতাল খুলনা এর বাস্তবায়নে ১০০ এর অধিক দরিদ্র দলিত ও অনগ্রসর মানুষের বিনামুল্যে ছানি অপারেশন,চক্ষু চিকিৎসা সেবা উষধ ও চষমা বিতরন সহ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন, খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের পক্ষে এসিস্টেন্ট সার্জন ডাক্তার মসইফকুর রহমান, মো: আলিমুর রেজা- ইনক্লুশন অফিসার, আসাদুজ্জামান চশমা পরিক্ষক, মোঃ ওবায়দুল ইসলাম ক্যাম্প ইনচার্জ , মন্দিরের সাধারন সম্পাদক অজয় পাইন, স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক রঘুনাথ খাঁ ও স্থানীয় মন্দির কমিটির সভ্যবৃন্দ। স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত এসময় উপস্থিত চিকিৎসা প্রার্থীদের জন্য চলমান সেবা অব্যহত রাখতে আয়োজক সংস্থা গুলোর প্রতি অনুরোধ জানিয়ে সাইটসেভার্স, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনা, স্বদেশ স্মার্ট হেলথ কেয়ার, সৃজনী সংস্থা এবং স্থানীয় সামাজিক সংগঠন সমুহকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক:
দেবজ্যোতি ঘোষ
পিও, স্বদেশ
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]