সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
সাতক্ষীরার কদমতলা বাজারস্থ গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ২ শতাধিক রোগীকে চোখের বিভিন্ন সমস্যা বিশেষ করে ছানি, গ্লুকোমা ও রেটিনার সমস্যা পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।
পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ স্বল্পমুল্যে চশমা দেওয়া হয়।
গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সোহানূর রহমানের নেতৃত্বে হাসপাতালের এনএসসি প্রতিমা রাণী রায়, সমন্বয়কারী আরাফাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]