মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের বই উৎসব উদযাপন

সাতক্ষীরা জেলা জুড়ে উৎসবমূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে জেলার প্রাথমিকে ২ লক্ষ ৮৮৩ এবং মাধ্যমিকে দুই লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন বই তুলে দিতে বর্ণিল আয়োজন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়

সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে বই উৎসবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো: নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো: আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, মুন্নাফ মন্ডল, সাবেক অভিভাবক সদস্য আব্দুল জব্বার, সহকারী শিক্ষক মো: হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুণ কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, অভিভাবক মো: শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা

সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও পাঠদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাসের সভাপতিত্বে ও মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও: মো: মনোয়ার হোসেন ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সাতক্ষীরা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সমাজ সেবক মো: আবিদার রহমান প্রমুখ।
এদিকে কলারোয়া আলিয়া মাদরাসায় ‘পাঠ্যপুস্তক উৎসবে নুতন বই পেয়ে উচ্ছ¡সিত কোমলমতি শিক্ষার্থীরা। আনন্দে মেতে ওঠে তারা। এদিন সকাল ১১টায় কলারোয়া আলিয়া মাদরাসার হলরুমে অনুষ্ঠিত পাঠ্যপুস্তক উৎসবে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন কলারোয়া ইউআরসি ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব ও অভিভাবক বদরুজ্জামান লাল্টু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মহিদুর রহমান।

তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

সাতক্ষীরা সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো: মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মহাসেনুল হাবিব মিন্টু, মুনসুর আলী, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মাদ মোল্ল্যা প্রমুখ।

সাতক্ষীরা জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১০৯৫টি। এসব প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ ৮৮৩ শিক্ষার্থীদের মাঝে ১০ লক্ষ ৩৩ হাজার ৫৫৮টি বই তুলে দেওয়ার পরিকল্পনা থেকে এই বই উৎসবের আয়োজন করা হয়।

এদিকে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫৯৫টি। এরমধ্যে জেলায় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৩১১টি, মাদ্রাসা ২১৪টি, স্কুল এন্ড কলেজ ১২টি এবং কলেজ ৫৮টি।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার জানান, রবিবার বছরের প্রথম দিনে জেলায় ২লাখ ৮০ হাজার শিক্ষার্থীর হাতে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়া হয়েছে। প্রত্যেকটি স্কুলে বই উৎসব পালিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ও সাতক্ষীরা সীমান্তে সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ অর্ন্তভূক্তির অভিযোগে বিক্ষোভ

সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলা ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে বিএনপিরবিস্তারিত পড়ুন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

মেহেদী হাসান শিমুল: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার এবং সাবেকবিস্তারিত পড়ুন

  • নওয়াপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী ও আলোচনা সভা
  • জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঝাউডাঙ্গায় র‌্যালি ও আলোচনা
  • কলারোয়ার প্রয়াত চেয়ারম্যান আনিছুরের সহধর্মিনীর ইন্তেকাল: দাফন সম্পন্ন
  • তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে একজন নিহ*ত
  • তালায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু
  • ভোমরার শ্রমিকনেতা তরিকুলের বিরুদ্ধে চক্রান্তকারিদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় নিজের শিশু মেয়েকে জ*বাই করে হ*ত্যা করলো মা!
  • সাতক্ষীরার কুমিরায় পরিবহন চাপায় মা-ছেলে নিহ*ত, আহ*ত বাবা-মেয়ে
  • কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • আশাশুনি ও দেবহাটায় বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ, দুইজন আটক