নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবিতা পরিষদ, সাতক্ষীরা-এর আয়োজনে ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, সকাল ৯টায় তালা উপজেলার ত্রিশ মাইল অগ্রগতি সংস্থার মিলনায়তনে 'বৈষম্যের বিরুদ্ধে কবিতা' শ্লোগান শীর্ষক বিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। তিন পর্বের কবিতা উৎসবের প্রথম পর্বে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও উৎসব সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কবিতা উৎসবের শুভ শুচনা করা হয়। প্রথম পর্বে কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মনিরুজ্জামান মন্ময় মনির'র সভাপতিত্বে ও কবি গুলশান আরা'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ'র প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ।
কবিতা উৎসবে প্রধান অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ বলেন, 'বৈষম্যের বিরুদ্ধে কবিতা' শ্লোগান শীর্ষক এই কবিতা উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এটি যুগোপযোগী একটি স্লোগান। সমাজে বৈষম্য থাকবেনা, কিন্তু কবিতা থাকবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় তরুণদের উদজীবীত হওয়ার পাশাপাশি তিনি তরুণদের ভাষা ও সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের সমাজকর্ম বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বাচিকশিল্পী সবুজ শামীম আহসান। অনুষ্ঠানে 'বৈষম্যের বিরুদ্ধে কবিতা' শ্লোগান শীর্ষক বিশতম কবিতা উৎসব পত্রিকার মোড়ক উন্মোচন এবং তিনজন গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। কামরুল ইসলাম ফারুক কে কবিতায়, সৈয়েদ একতেদার আলী কে আবৃত্তিশিল্পে এবং গবেষণায় এএফএম এনামুল হক কে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এসময় গুণিজনের অনুভূতি প্রকাশ করেন পদকপ্রাপ্তরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ ড. মুহাম্মদ আখতারুজ্জামান। উৎসব সংগীত পরিবেশন করেন সাতক্ষীরার প্রখ্যাত কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু। ঘোষণাপত্র পাঠ করেন আরশি বাউল। শোক প্রস্তাব পাঠ করেন মিল্টন সানা, প্রধান সন্বয়কারীর বক্তব্য রাখেন হেলাল সালাহউদ্দীন, বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক শিরিন সাদী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল ১১টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা লেখিকা নাজমুন নাহার'র সভাপতিত্বে খান বাহাদুর আহছানউল্লাহ ও তাঁর সাহিত্য কর্ম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারি অধ্যাপক প্রবন্ধকার মোঃ মনিরুল ইসলাম। আলোচনা করেন কবি আব্দুল ওহাব আজাদ, ড. মুহাম্মদ আখতারুজ্জামান ও কবি শহিদুর রহমান। অনুষ্ঠানের তৃতীয় পর্বে বেলা ৩টায় স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। কবি স ম তুহিন'র সভাপতিত্বে আলোচক ছিলেন ড. মুহাম্মদ আখতারুজ্জামান। স্বরচিত কবিতা পাঠ করেন কবি কামরুল ইসলাম ফারুক, কবি শহিদুর রহমান, কবি সৈয়দ একতেদার আলী, কবি স ম তুহিন, কবি সুকুমার দাশ বাচ্চু, কবি গুলশান আরা, কবি শিরিন সাদী, কবি দিলীপকুমার দিব্যানন্দ, প্রধান শিক্ষিকা নাসিমা সুৃলতানা, শাহনাজ পারভিন, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, বাবুল আক্তার, তপু মন্ডল, সরদার মোঃ নাজিম উদ্দীন, হেলাল সালাহউদ্দীন, সুমন হাসান, অধ্যাপক প্রশান্ত রায়, নারায়ণ সাধু, বিশ্বাস আবুল কালাম প্রমুখ। আবৃত্তি করেন আবুবক্কর সিদ্দীক, ফাহরিয়া ইসলাম, মন্ময় মনির, মনিরুজ্জামান ছট্টু, এটিও মাসুদুর রহমান, হেনরী সরদার, মহাথির রহমান, মুবীন রহমান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com