আবু সাঈদ, সাতক্ষীরা : "স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমুহই চালিকা শক্তি" এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ সাতক্ষীরার যৌথ আয়োজনে এ দিবসটি পালিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ সাকিউল আযম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ। এসময উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী তানভীর হোসেন, উপ- সহকারী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, ক্যাশিয়ার শেখ মেহেদী হাসান, গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভা শেষে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব বসতি দিবসের উদ্বোধন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]